পুলিশ সদস্য হত্যা

রাজবাড়ী ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০২৩

ঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলার এজহারভুক্ত আসামি ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। ঢাকা থেকে র‌্যাবের টিম এসে দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে রোমানকে গ্রেফতার করে। মূলত এটি পল্টন থানার মামলা।

আরও পড়ুন: পুলিশ হত্যা মামলায় কারাগারে খসরু-স্বপন

এদিকে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাসে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

লিখেছেন, ঢাকার একটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।