ফিচার

রাশিফল : ১৫ ডিসেম্বর

মেষ: কর্মক্ষেত্রের পদোন্নতির বাধা কেটে যেতে পারে। মা-বাবার সঙ্গে সম্পর্কের অবনতিতে মনঃকষ্ট। চুরি বা ডাকাতিতে ক্ষতির আশঙ্কা।বৃষ: ভালো কাজের স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়বে। কর্মপরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজের পরিকল্পনা করা দরকার।মিথুন: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত। আটকে যাওয়া কাজ সেরে ফেলার সুযোগ। স্বজনদের সঙ্গে সম্পত্তি-বিবাদ।কর্কট: আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্যের অভাবে অর্থসঙ্কটের আশঙ্কা। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান। বাসস্থান পরিবর্তনের শুভ সময়।সিংহ: ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ আদালতে গড়াতে পারে। কর্মজীবিকার সংস্থা বদলের চেষ্টায় আশার আলো। কোনো মহিলাকে ঘিরে পরিবারে অশান্তি।কন্যা: কুচক্রী স্বজনের বাগড়ায় সম্পত্তি ক্রয়ে জটিলতা। গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।তুলা: নতুন কর্মোদ্যম ও পরিকল্পনায় সাফল্য। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। প্রেমপ্রণয়ে আকস্মিক আঘাত পেড়ে ফেলতে পারে।বৃশ্চিক: মানসিক অস্থিরতার ধাক্কায় কর্মপরিকল্পনা রূপায়ণে বিলম্ব। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে জ্ঞাতিপড়শির সঙ্গে বিরোধ।ধনু: কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়। শারীরিক সমস্যা বিব্রত করবে।মকর: মৌলিক চিন্তাভাবনায় কার্যোদ্ধার করে কর্মস্থলে সমীহ আদায়। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা। সম্পত্তির সুরক্ষায় আইনি ব্যবস্থা দরকার।কুম্ভ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ সাফল্যের যোগ। জ্ঞাতিদের বাগড়ায় গৃহ নির্মাণের উদ্যোগে অচলাবস্থা। পিত্তথলি সংক্রান্ত রোগব্যাধিতে কর্মপরিকল্পনায় ব্যাঘাত।মীন: ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানা দরকার। অতিরিক্ত উত্তেজনায় শরীর, মন ও কাজকর্মের ক্ষতির আশঙ্কা। ঋণশোধ ও সম্পত্তি ক্রয়ের জন্য বাড়তি ব্যয়।