দেশজুড়ে

ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইচেষ্টা, যুবককে গণপিটুনি

নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই করার সময় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়েন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি ইজিবাইকের চালককে জুস ও পাউরুটি দিয়ে খাওয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি নাহিদ মিয়ার সন্দেহ হলে তিনি খাবার খেতে অস্বীকার করেন। পরে ডিবি পরিচয়ধারী ওই যুবক ছুরি বের করে নাহিদকে ভয় দেখান।

নাহিদ কৌশলে মোবাইল ফোনে বিষয়টি অন্যান্য ইজিবাইক চালকদের জানান। পরে তারা এসে ওই যুবককে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক ।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।

হাফিজুল নিলু/এনআইবি/এসআর/এএসএম