সই জালিয়াতির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা চিঠিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই চিঠি ঘুরছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।
বিলুপ্ত ঘোষণা করা ছাত্রলীগের তিনটি ইউনিয়নগুলো হলো- মাওনা ইউনিয়ন শাখা ছাত্রলীগ, গোসিংগা ইউনিয়ন শাখা ছাত্রলীগ, কাওরাইদ ইউনিয়ন শাখা ছাত্রলীগ। এছাড়া ধলাদিয়া কলেজ শাখা ছাত্রলীগও বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার জাগো নিউজকে বলেন, ১৫ নভেম্বর সন্ধ্যায় দুই যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার এবং আলমগীর হোসেনের সই জাল করে শ্রীপুর উপজেলার অধীন তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান। ওই অনুমোদিত কমিটির বিষয়ে আমরা কিছুই জানি না। আহ্বায়ক অতি উৎসাহী হয়ে অর্থের বিনিময়ে ওইসব শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আমিনুল ইসলাম/এসজে/জেআইএম