দেশজুড়ে

টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে ডেকে এনে খুন, গ্রেফতার ৪

গাজীপুরে টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ-উত্তর) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২২ নভেম্বর) বিকালে বাসন থানার ইটাহাটা এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি দা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন (৩৩), মো. শাহ আলম (৩০), মো. শফিকুল ইসলাম (২২) ও শাকিল (২৬)।

ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গত ২১ নভেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে বাসন থানার ভোগড়া এলাকার ভোগড়া উত্তর পাড়ার জয়নাল আবেদীনের পরিত্যক্ত ডোবায় এরশাদ নামে যুবককে খুন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা শাহিনা আক্তার বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে বাসন থানার একাধিক টিম মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে বুধবার দুপুর ২টার দিকে বাসন থানাধীন ইটাহাটার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে হত্যাকাণ্ডে জড়িত ওই চার আসামিকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মো. ইমরান হোসেন জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে এরশাদ এবং আসামি মো. ইমরান হোসেনের মধ্যে টাকা লেনদেন নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। তারই জের ধরে গত মঙ্গলবার রাত সোয়া একটার দিকে আসামি মো. ইমরান হোসেন ভিকটিম এরশাদকে আসামি শাকিলের মাধ্যমে বাসন থানার ভোগড়া এলাকার ভোগড়া উত্তরপাড়ার জয়নাল আবেদীনের পরিত্যক্ত জায়গায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে মরদেহ ওই স্থানে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম