জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সই করা এক পত্রে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
পত্রে বলা হয়েছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে কো-চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
জিতু কবীর/এসআর/জিকেএস