কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৭টি ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারীর ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের জয়মনিরহাট ইউনিয়নে জালাল উদ্দিন, আন্ধারীরঝাড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদ খোকন। ভূরঙ্গামারী ইউনিয়নে জাতীয় পার্টির এটিএম ফজলুল হক, বঙ্গসোনাহাট ইউনিয়নে ডা. শাহাজাহান আলী মোল্লা ও পাইকেরছড়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং তিলাই ইউনিয়নে বিএনপির ফরিদুল হক শাহিন ও বলদিয়া ইউনিয়নে মোখলেছুর রহমান বিজয়ী হোন।অপরদিকে, চিলামারীর ৬টি ইউনিয়নের ৫টিতে আওয়ামী লীগ এবং ১টিতে বিএনপির বিজয় হয়েছে। বিজয়ীরা হলেন, অস্টমির চর ইউনিয়নে আবু তালেব ফকির, রমনা ইউনিয়নে আজগর আলী, রাণীগঞ্জ ইউনিয়নে মঞ্জুরুল ইসলাম মজনু, থানাহাট ইউনিয়নে আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী ইউনিয়নে গয়ছল হক মন্ডল এবং নয়ারহাট ইউনিয়নে বিএনপির প্রার্থী আবু হানিফা। জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জেলার দু’টি উপজেলায় ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম নিশ্চিত করেন।নাজমুল/এমএএস/আরআইপি