দেশজুড়ে

ফরিদপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

ফরিদপুরে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক

বহিষ্কৃত নেতারা হলেন- ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এন কে বি নয়ন/জেএস/জিকেএস