দেশজুড়ে

ফরিদপুরে বিদেশি মদসহ নারী আটক

ফরিদপুরের সালথায় দেশি-বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদ ও তিন বস্তা মদের খালি বোতলসহ রুবিয়া (৩১) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার কামাইদিয়া এলাকা থেকে মদসহ তাকে আটক করে। রুবিয়া স্থানীয় মো. নুর উদ্দিন মোল্লার মেয়ে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মো. নুরউদ্দিন মোল্লার বাড়ি থেকে মদ ও মদের খালি বোতল উদ্ধার করা হয়। এ সময় এক নারীকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ওই নারী ও তার স্বামী বাবার বাড়ি থেকে গোপনে মাদক কেনাবেচা করে আসছিলেন। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেএস/এএসএম