টিআর-কাবিখা মেরে খাওয়ার জন্য আপনাদের কাছে আসিনি। এসেছি আপনাদের সেবা করতে। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা উপহার দিয়েছেন। আমি ওয়াদা করছি নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ হবে। শুধু মেডিকেল নয়, বিশ্ববিদ্যালয়ও হবে। এসব কথা বলেন মৌলভীবাজার ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অলিলা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযুদ্ধ চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি।
জিল্লুর রহমান আরও বলেন, আমি নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের বৈষম্য দূর করবো। ধনী গরবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অন্যতম গর্বিত অংশীদার হবে আমাদের জেলা।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান
পথসভায় আরও বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মাসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু, টেংরাবাজার ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান প্রমুখ।
জেএস/এএসএম