স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৯ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্যক্তিগত কারণ উল্লেখ করে সোমবার আমার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: গাজীপুর-৫ আসনে এমপি হতে চান তৃতীয় লিঙ্গের উর্মি

এদিকে, সোমবার রাতে পৌর শহরের বাদে মনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন সফি আহমদ।

তিনি বলেন, উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি।

শুধুমাত্র কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজারে-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।