দেশজুড়ে

রাঙ্গামাটিতে আগুনে পুড়লো ১৩ দোকান

রাঙ্গামাটি পৌরশহরের স্টেডিয়াম এলাকায় আগুনে পুড়লো ১৩টি দোকান। শনিবার (০২ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রন চাকমার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোরে আগুন লাগায় কোনো দোকানি তাদের মালামাল বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি দোকানিদের।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ১৩টি দোকান পুড়ে যায়। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

সাইফুল উদ্দীন/এসজে/এমএস