নড়াইলের লোহাগড়া উপজেলায় ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫)।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া থানাধীন ১২ নম্বর কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের বাসিন্দা আসামি রতন শেখের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত গ্রেফতার রতন শেখ লোহাগড়ার ধোপাদহ গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে, কাশেম শেখ একই গ্রামের আতিয়ার শেখের ছেলে এবং তরিকুল ইসলাম কাশিপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই (নিরস্ত্র) মো. মাকফুর রহমান, এএসআই (নিরস্ত্র) মো. শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, নড়াইল জেলার পুলিশ সুপার মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
হাফিজুল নিলু/এমকেআর