সাহিত্য

নৈমিত্তিক অপেক্ষা এবং পাথুরে আয়নায় প্রতিবিম্ব

নৈমিত্তিক অপেক্ষা

Advertisement

ঠাঁয় দাঁড়িয়ে থাকে একলা কোর্ট স্টেশননৈমিত্তিক এক অপেক্ষা নিয়ে,অভ্যস্ত প্রতীক্ষার নাম মেঘনা এক্সপ্রেসসাড়ে নয়টায় ফিরবে বলেসন্তানের ফেরার প্রতীক্ষায় যেমন থাকেন মা!

বুকভর্তি মানুষ নিয়ে ফিরে আসে মেঘনাপ্ল্যাটফর্ম ভরা অনেক অপেক্ষমান চোখকারো কারো প্রিয়মুখের অপেক্ষাহকারের হাতভর্তি কিছু স্বপ্নের অপেক্ষাঅথবা যাত্রীর অপেক্ষায় কিছু ত্রিচক্রযান!

কারো কারো অপেক্ষা শেষ হয়গন্তব্য মুখে ফিরে যায় কেউ,শুধু অপেক্ষা ফুরায় না তাদেরযারা শুয়ে থাকে কোর্ট স্টেশনের বুকেকোথাও ফেরা হয় নাহয়তো কেউ অপেক্ষায় নেই বলে!

Advertisement

****

পাথুরে আয়নায় প্রতিবিম্ব

মাঝখানে দিয়েছি অনেক পথ পাড়িমনের বেখেয়ালি ইচ্ছায়সময়ের বাহন যে কতদূর এলো করিনি খেয়াল!সব যাচ্ছে পেছনে;ইচ্ছে, স্বপ্ন, অবদমিত অভিযানঅধরা সম্মোহনের টানেঅলীক সুখের নাগাল পেতে ছুটে চলার এক যাত্রা।

অবচেতনেই হারিয়ে খুঁজি সেই স্বর্ণসময়খুঁজি ঘাসফড়িং, টলমলে পুকুরআগুন রোদে পোড়া হীরন্ময় দুপুর!খুঁজি বুনো সবুজের হৃৎপিণ্ড মাতালখুঁজি অপার্থিব ভরসার আঙুল।

Advertisement

নিখাদ স্বর্গের মতোঅদ্ভুত মায়ার মতোঅধরা ছায়ার মতোআমার শৈশব খুঁজে ফিরি...পাথুরে এক সময়ের আয়নায়!

এসইউ/এএসএম