দেশজুড়ে

শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

বগুড়ার শেরপুরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। রোববার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর কৃষ্ণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শেরপুর উপজেলার কেল্লা গ্রামের ঠান্ডু মিয়া (৫০) ও তার স্ত্রী আনজিলা বেগম (৩৫)। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে শেরপুর থেকে মির্জাপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষ্ণপুর নামক স্থানে পৌঁছলে মির্জাপুর থেকে শেরপুরগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৬ জন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শেরপুর উপজেলার কেল্লা গ্রামের ঠান্ডু মিয়া (৫০) মারা যান। গুরুতর আহত ঠান্ডুর স্ত্রী আনজিলা বেগমকে (৩৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান আলী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।লিমন বাসার/এমএএস/এবিএস