নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. শরিফুল ইসলাম (৩৫), মো. মাইনুদ্দিন (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৩)।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনাঘাট টোলপ্লাজায় এলাকায় ঢাকাগামী লেনে অভিযান চালায় পুলিশ। এসময় রিলাক্স কিং নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৮৯২) থামিয়ে তল্লাশি করে পাঁচটি বড় বান্ডেলে থাকা ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আরএইচ/এমএস