দেশজুড়ে

বগালেকে ডুবে সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের রুমার বগালেকে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ফাতাউর ইমতিয়াজ (২৬)। তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি ঢাকার মিরপুর-১২ নম্বরে।রোববার দুপুরে লেকের পানিতে সাঁতার কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, ইমতিয়াজ তার সাতজন বন্ধু মিলে রোববার ঢাকা থেকে বান্দরবানের রুমা উপজেলায় এসে পাহাড় চুড়ায় অবস্থিত প্রাকৃতিক বগালেক দেখতে যায়। পরে দুপুর দেড়টার দিকে লেকের পানিতে সবাই মিলে গোসল করতে নামে। এসময় ইমতিয়াজ সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যান।পরে তার বন্ধু ও স্থানীয়রা ইমতিয়াজকে উদ্ধার করে প্রথমে বগালেক সেনাবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে থাকা গাইড তৌহিদুল জানান, গভীর পানিতে তলিয়ে গিয়ে ইমতিয়াজের মৃত্যু হয়। আধা ঘণ্টা পরে সে ভেসে উঠে। উদ্ধার করে তাকে বগালেক সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ।বান্দরবানের রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। তার লাশ ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। সৈকত/এমএএস/এবিএস