চলমান সরকারিবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১৬ নেতাকে শোকজ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি সই করা চিঠিটি প্রত্যেককে দেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম সেলিম, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুল ইসলাম সুজন, মিঠামইন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল পাশা, সদস্যসচিব এমদাদুল হক ভূইয়া পাশা, ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুরুল আলম, সদস্যসচিব লিয়াকত মিয়া, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল, সদস্যসচিব নাদিম কবির, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন মিয়া, কাঞ্চন মিয়া, শাহরিয়ার শরিফ, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুল ইসলাম সুজন, ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্যসচিব মীর রাজন আহমেদ ও কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক নাঈম আহমেদ নিরব।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘সংগ্রামী সহযোদ্ধা, সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আপনি সংশ্লিষ্ট ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থেকে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় রয়েছেন। ফলে সংশ্লিষ্ট ইউনিটের আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কিংবা লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া যাচ্ছে।’
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিগুলো প্রত্যেকের কাছে পৌঁছানো হয়েছে।
এসকে রাসেল/এসআর/জেআইএম