মাগুরার শ্রীপুর-শৈলকুপা সড়কের চরমালিথিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে টেম্পুর সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মৃত শেখ আহাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৬৫) ও মাহিন্দ্রচালক একই উপজেলার নওয়াপাড়া গ্রামের জেহের আলীর ছেলে বাবুল বিশ্বাস (৪৫)।
নিহত বাবুল বিশ্বাসের ছেলে সোহান হোসেন জানান, মাগুরা শহরের কলেজপাড়া থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরছিলেন তার বাবাসহ অন্যরা। পথে চরমালিথিয়া এলাকায় পৌঁছালে গরু বহনকারী একটি নসিমনের সঙ্গে তাদের বহনকারী টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর ভেতরে থাকা যাত্রীরা মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে হুসাইন (১৮) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী রাসেল বলেন, দুর্ঘটনাটি ঝিনাইহের মধ্যে ঘটেছে। নিহত দুজনেরই বাড়ি ঝিনাইদহে। বিষয়টি ঝিনাইদহ জেলা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিলন রহমান/এসআর/এএসএম