প্রথমবার ভারতের আসাম যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন। এ যাত্রায় তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা বুবলী। তবে নিরব-বুবলীর আসাম যাত্রা কোনো সিনেমার কাজের জন্য নয়, একটি স্টেজ শোতে অংশ নিতে যাচ্ছেন তারা।
জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় আগামী ২৮ ডিসেম্বর জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এনএইচ এন্টারটেনমেন্ট। এ অনুষ্ঠানে তাদের পরিবেশনা রয়েছে।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’
অন্যদিকে এক ভিডিও বার্তায় বুবলী বলেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য আসাম আসছি। ভক্তরা প্রস্তুত থাকুন, অনেক বেশি আনন্দ হবে।’
এরই মধ্যে জুটি বেঁধে তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন নিরব-বুবলী। তাদের জুটি দর্শকরা বেশ পছন্দ করেছেন।
এমআই/এমএমএফ/এমকেআর