দেশজুড়ে

জয়পুরহাটে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে আদালত বর্জন করেছে জেলা বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীরা।

বুধবার (৩ জানুয়ারি) তৃতীয় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সালামত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদস্য অ্যাডভোকেট তানজির আল ওহাবসহ অন্যান্য আইনজীবীরা।

বক্তারা বলেন, সরকারের পাতানো ও ডামি নির্বাচন বর্জন ও ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।

এএইচ/এএসএম