দেশজুড়ে

নৌকার প্রার্থীর বাড়িতে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারস্থ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনে রাখা উম্মে কুলসুম স্মৃতির ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেটকারে ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমার বাসায় আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াতের লোকজন। ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা ছোট ভাইয়ের প্রাইভেট কার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জাগো নিউজকে জানান, হঠাৎ করে ৫০/৬০ জনের একটি গ্রুপ হামলা চালায়। তাদের অধিকাংশদের মুখে ছিল মাস্ক-হেলমেট পড়া ছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শামীম সরকার শাহীন/এনআইবি/এমএস