দেশজুড়ে

উন্নয়নের স্বার্থে মানুষ ভোটকেন্দ্র আসছে: এম এ মান্নান

সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি মানুষ উন্নয়নের স্বার্থে ভোটকেন্দ্র আসছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি হরতালের নামে দেশে অশান্তি সৃষ্টি করেছে, যানবাহন ভাঙচুর করেছে। এতে দেশের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

জয়ের ব্যাপারে মন্ত্রী বলেন, এটা আমার এলাকা। এই এলাকায় আমি বড় হয়েছি, সুতারাং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

রোববার (০৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই সব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে ১৯ লাখ ৩৯ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ নয় লাখ ৮৬ হাজার ৭৮৯ ও নারী নয় লাখ ৫২ হাজার ৭৭৭ জন। সেই সঙ্গে ৫ টি আসনে ৭০০টি ভোট কেন্দ্রে ভোট দিবেন ভোটাররা।

তারমধ্যে ৩০৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্র গুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ছাড়াও র্যাব ও বিজিবি রয়েছে।

লিপসন আহমেদ/এমএসএম/এমএস