দেশজুড়ে

কুড়িগ্রামের ১৮ ইউপিতে লাঙ্গল পেলেন যারা

কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি, ফুলবাড়ী উপজেলার ৩টি ও রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ৪র্থ দফায় (৭ মে) অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে নুরনবী সরকার, বেলগাছা ইউনিয়নে অনোয়ার হোসেন, কাঁঠালবাড়ী ইউনিয়নে আইনুল হক, মোগলবাসা ইউনিয়নে রফিকুল ইসলাম, ভোগডাঙ্গা ইউনিয়নে শাহানুর হোসেন সরকার, ঘোগাদহ ইউনিয়নে মজিবর রহমান, যাত্রাপুর ইউনিয়নে এম আর রাজু আহম্মেদ রাজ্জাক, পাঁচগাছি ইউনিয়নে হারুন অর রশিদ। রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নে জাকির হোসেন চৌধুরী, চাকিরপশার ইউনিয়নে সলিম উদ্দিন, ছিনাই ইউনিয়নে শ্রী রনবীর নারায়ণ কোঙর, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, বিদ্যানন্দ ইউনিয়নে খাইরুল হক, নাজিমখান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন, উমর মজিদ ইউনিয়নে আব্দুল হালিম মন্ডল। ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে মোছা. জান্নাতি বেগম, নাওডাঙ্গা ইউনিয়নে আলহাজ্ব আব্দুল গফুর ও বড়ভিটা ইউনিয়নে আব্দুল মজিদ সরদারের হাতে চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেয়া হয়।     কুড়িগ্রাম কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান। নাজমুল হোসেন/এসএস/এমএস