রাজনীতি

বড় ব্যবধানে নৌকার বীরেন শিকদারের জয়

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ তার কার্যালয়ে রোববার রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলায় মোট আসন ২টি। মোট ভোটার ৭ লাখ ৮৭ হাজার ৯২০। পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন ও নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৭১০, তৃতীয় লিঙ্গের আছেন ৫ জন।

এইচআরএম/জেডএইচ/জিকেএস