আইন-আদালত

ঢাকা-৪ আসনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ আসনে আনা অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ অনিয়মের বিষয়ে করা অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল স্থগিত করেছেন হাইকোর্ট।

নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক, অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু ও নৌকার প্রাথী অ্যাডভোকেট সানজিদা খানম।

সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭) থানা ও ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯) উপজেলা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। এসব এলাকায় অনিয়ম হয়েছে অভিযোগ তুলে ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সানজিদা খানম। ওই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন আদালত।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেন। আওলাদ মোট ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫টি।

অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৫৭৭টি। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট।

এফএইচ/বিএ/এএসএম