দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে অটোভ্যানের চালকও গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বাঘাবাড়ি সেতুর দক্ষিন পাড় এলাকার এসএম তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন একই উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি গ্রামের আনসার তালুকদার (৬০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৫০)।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এসএম তেল পাম্পের সামনে একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোভ্যান চালক হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়েছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।

এম এ মালেক/এসএএইচ