দেশজুড়ে

টিসিবি পণ্য বিতরণে ঘুস নেওয়ার অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দায় টিসিবি পণ্য বিতরণে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও এক সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। টিসিবি পণ্য ক্রয়ের কার্ড উপকারভোগীদের কাছ থেকে নিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও সদস্য পণ্য আত্মসাত করেছেন বলেও অভিযোগ করা হয়।

অভিযুক্তরা হলেন, কলমাকান্দার পোগলা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল মিয়া ও পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বিল্লাল মিয়া ।

বুধবার (২৪ জানুয়ারি) কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে উপকারভোগীদের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ জমা দেন মো. জহিরুল ইসলাম বিশ্বাস আনিছ নামের এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্র শ্রেণির লোকজনের মাঝে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য টিসিবির কার্ড দেওয়া হয়। চেয়ারম্যান মোজাম্মেল ও সদস্য বিল্লাল মিয়া গত কয়েক মাস ধরে টিসিবি কার্ডধারী গ্রাহকদেরকে পণ্য না দিয়ে কার্ড নিজেদের কাছে রেখে দেন। তারা ঘুস নিয়ে ইচ্ছামাফিক লোকজনকে টিসিবি পণ্য দিচ্ছেন। এতে প্রকৃত কার্ডধারীরা বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসী প্রতিবাদ করলে সন্তোষজনক জবাব না দিয়ে কার্ডধারীদেরকে মিথ্যা অজুহাতে হয়রানি ও দেখে নেওয়ার হুমকি দেন অভিযুক্তরা।

এবিষয়ে ইউপি মেম্বার মো. বিল্লাল মিয়া বলেন, কার্ডগুলো আমাদের না, ডিলারের হেফাজতে থাকে। আমরা কারও কাছ থেকে ঘুস নেয়নি। আমরা কার্ড তৈরি করে দিয়ে দিয়েছি। পরের কাজটি ডিলারের সঙ্গে সম্পর্কিত।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল মিয়া বলেন, অনলাইনে এমআইএস করার জন্য কার্ডগুলো সংগ্রহ করতে হয়েছে। এরমধ্যে ডিলার পণ্য নিয়ে আসলে বিতরণের সুবিধার্থে উপকারভোগীদের কার্ড ফেরত দেওয়া হয়েছে। ঘুস গ্রহণের বিষয়টি অস্বীকার ঠিক নয়।

ট্যাগ অফিসার মিহির চন্দ্র সরকার বলেন, গত চার-পাঁচ মাস ধরে আমবাড়ি বিতরণ কেন্দ্রের দায়িত্বে রয়েছি। আগে মনকান্দা ও আমবাড়ি কেন্দ্রে এক হাজার সাতশো কার্ডধারীর পণ্য বিতরণ হতো। দুই কেন্দ্রের কার্ডধারীদের পণ্য বর্তমানে আমবাড়ি কেন্দ্রে বিতরণ করা হয়। ডিলারের মতামতে টিসিবি পণ্য বিতরণ শেষে কার্ডগুলো রেখে দেওয়া হয়। পরে কার্ডগুলো চেয়ারম্যান, মেম্বার ও সচিবের হেফাজতে থাকে।

ডিলার অমর দাসের হয়ে কাজ করেন সাইদুর মিয়া। তিনি জানান, পণ্য বিতরণ শেষে কার্ডগুলো চেয়ারম্যানের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত মঙ্গলবার আমবাড়ি স্থানে ডিলার পণ্য নিয়ে আসলে এই স্থানে জিল্লাল নামে এক ব্যবসায়ী কার্ডধারীদের কাছ থেকে চাল কেনার সময় আটক করা হয়। তার বিরুদ্ধে ট্যাগ অফিসার বাদী হয়ে মামলা করেছেন। ঘুস নিয়ে পণ্য বিতরণের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

এইচ এম কামাল/এএইচ/এমএস