দেশজুড়ে

নেদারল্যান্ডসের বাহারি টিউলিপে রঙিন ডিসি পার্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুলের রাজ্যে টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা, চেরি, জাকারাণ্ডা, উইলো, উইস্টেরিয়াসহ নানা প্রজাতির দেশি বিদেশি ১২৭ প্রজাতির কয়েক লাখ ফুলের সমারোহের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ এখন টিউলিপ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, ছাউনির ভেতরে টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। লাল, হলুদ, গোলাপি ও সাদা রঙের টিউলিপের অপূর্ব সমাহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের জন্য ফুল উৎসবের দুই মাস আগে নেদারল্যান্ডস থেকে সাড়ে পাঁচ হাজার টিউলিপ ফুলের বীজ আনা হয়েছে। যা জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় গাছ রোপণ করা হয়। এখন এগুলোতে ফুল ফুটছে।

জানা গেছে, শীতপ্রধান দেশে টিউলিপ ফুল হরহামেশাই দেখা যায়। কিন্তু গ্রীষ্মমন্ডলীয় দেশে এটি তেমন একটা দেখা যায় না। টিউলিপ ফুল চাষের ক্ষেত্রে দিনের বেলা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল ধরা হয়। এর চেয়ে বেশি তাপমাত্রা হলে প্রাপ্তবয়সের আগে মানসম্মত ফুল নাও ফুটতে পারে। স্বাভাবিকভাবে রোপণের ১৮ থেকে ২০ দিনের মধ্যে কলি আসতে শুরু করে এবং ২৫ থেকে ৬০ দিন পর্যন্ত টিউলিপ ফুল স্থায়ী হয়। অনেক সময় আবহাওয়ার কারণে এর ব্যতিক্রমও হতে পারে। তবে সব আশঙ্কা দূর করে টিউলিপের হাসি রাঙিয়েছে সীতাকুণ্ডের ডিসি পার্কে দৃষ্টিনন্দন ফুলের মেলা। গাজীপুরের দেলোয়ার হোসেন এখানে টিউলিপের এ বাগানটি গড়ে তুলেছেন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এক সময় জায়গাটি ছিল মাদকের আখড়া। গত বছর প্রথমবারের মতো ফুল উৎসবে টিউলিপ ফুলের বীজ প্রাথমিকভাবে রোপণ করা হয়েছিল, সফলও হয়েছিল। মোটামুটি ফুল ধরেছিল। এবার ব্যাপক বীজ রোপণ করা হয়েছে। ফুল ফুটতে শুরু করেছে। এ ফুল নিয়ে মানুষের উৎসাহ ব্যাপক দেখা যাচ্ছে।

এম মাঈন উদ্দিন/এনআইবি/এএসএম