ভোলায় জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ ৯ জুয়াড়িকে আটক করেছেন ডিবি পুলিশের সদস্যরা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের মালেরহাট বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটকরা হলেন আলাউদ্দিন (৩৮), জসিম তালুকদার (৩৫), বাবুল তালুকদার (৫৫), পারভেজ (২৩), নেছার উদ্দিন (৩২), জাহাঙ্গীর বকশি (৪৮), খোকন (৪০), মাহাবুব ও (১৯), কাজল ইসলাম (৪২)। তারা সবাই ভোলা সদর উপজেলার ওই গ্রামের বাসিন্দা।
এনায়েত হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চরপাতা গ্রামের মালেরহাট বাজারের আলাউদ্দিনের ডেকরেটেরের দোকান থেকে তাদেরকে জুয়া খেলার সময় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার নগদ এক হাজার ৮৯০ টাকা ও তাস জব্দ করা হয়। এছাড়াও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/এনআইবি/জিকেএস