দেশজুড়ে

ভাসুরের বঁটির কোপে গৃহবধূর কবজি বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বঁটির কোপে সাবিনা (৩৫) নামের এক গৃহবধূর হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাসুর মানিক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাবিনা ওই এলাকার ওমর মিয়ার স্ত্রী। বাকি দুজন হলেন ওমর মিয়ার বোন চাদঁনী ও ইতি।

সাবিনা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মানিক মিয়া (৪০) ও তার ছোট ভাই সুমন মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া ও সুমন মিয়ার সঙ্গে ওমর মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, তাদের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্তের বিরোধ চলে আসছিল। ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর