অর্থনীতি

বাণিজ্যমেলায় ১৩০ টাকায় মিলছে ক্রোকারিজ পণ্য

শেষ সময়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। এবারের মেলায় বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে শোভা পেয়েছে নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। মেলা উপলক্ষে এসব জিনিসপত্র বিভিন্ন ছাড়ে বিক্রি করা হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে ক্রোকারিজ পণ্যের স্টলে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। মাত্র ১৩০ টাকায় মিলছে যেকোনো ক্রোকারিজ পণ্য।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আল্লাহর দান ক্রোকারিজ কর্নারে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

জানা যায়, স্টলটিতে চামচ, ছুরি, কাটার, মেলামাইনের প্লেট, মেলামাইনের গামলা, ছাকনিসহ নানা পণ্য একই দামে বিক্রি হচ্ছে। অনেকেই নিজেদের চাহিদামতো পণ্য কিনে নিয়ে যাচ্ছেন এ স্টল থেকে।

স্টলটিতে কেনাকাটা করতে আসা আমরিন জামান নামের এক ক্রেতা জানান, ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসা হয়নি। আজ প্রথম আসা হলো। মেলায় এসে ক্রোকারিজ পণ্যের এই স্টলটি চোখে পড়লো। দেখলাম মেলা উপলক্ষে ক্রোকারিজ পণ্যে অনেক ছাড় চলছে। তাই কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো।

রুমি আক্তার নামের আরেক ক্রেতা জানান, সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এই স্টলে কম দামে পাচ্ছি। তাই বাসার জন্য কয়েকটি প্লেট ও কাটার কিনেছি। গতবার মেলায় এসেও এইসব জিনিসপত্র আমার কেনা হয়েছিল।

স্টলটির ইনচার্জ সুমন হোসেন বলেন, শুরুর দিকে ক্রেতাদের চাপ না থাকলে বর্তমানে ক্রেতাদের ভালো চাপ রয়েছে। আশা করছি, গতবারের তুলনায় এবার বিক্রি ভালো হবে।

মেলায় এবার যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। উত্তরা ও মতিঝিল থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রোরেলে এসে ফার্মগেট থেকে বাসে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন সেই সুবিধা রাখা হয়েছে। এছাড়া সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে।

রাশেদুল ইসলাম রাজু/এসআইটি/এমএস