কুমিল্লা ভিক্টোরিয়ানসের সুপার ফোরে ওঠা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। বর্তমানে প্লেঅফের দোরগোড়ায় অপেক্ষমাণ লিটন দাসের দল।
Advertisement
এরই মধ্যে চলে এসেছেন চ্যাম্পিয়ন কুমিল্লার দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল আর সুনিল নারিন। আজ শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা।
কুমিল্লার মিডিয়া ম্যানেজার সোহানউজ্জামান খান নয়ন জাগো নিউজকে নিশ্চিত করেছেন, দুবাই থেকে সরাসরি ফ্লাইটে শনিবার সকাল ৯ টার কিছুক্ষণ পরে চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমান বন্দরে এসে পা রাখেন নারিন ও রাসেল।
আগামী সোমবার এবারের বিপিএলে প্রথম মাঠে নামবেন রাসেল ও নারিন। ওই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা। বাংলাদেশে আসার আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন নারিন। আর দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলেন রাসেল।
Advertisement
উল্লেখ্য, আগের মৌসুমেও কুমিল্লার হয়েই বিপিএলে খেলতে এসেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা।
এআরবি/এমএইচ/জেআইএম