অর্থনীতি

বাণিজ্যমেলায় মিনিপার্কে মেতেছেন শিশু-দর্শনার্থীরা

প্রতিবারের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসরে মিনিপার্কের ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ। মেলায় আগত শিশু-কিশোর থেকে শুরু করে ক্রেতা-দর্শনার্থীদের চিত্র-বিনোদনের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে।

এদিকে শেষ সময়ে মেলায় ক্রেতা-দর্শনার্থীরা যতই সমাগম করছে মিনিপার্কটিতে ততোই ভিড় হচ্ছে। মেলায় আগত সকল বয়সী মানুষ মিনিপার্কে মেতেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মিনিপার্কে সরেজমিনে এমনই দৃশ্য চোখে পড়ে।

দুই বাচ্চাকে নিয়ে ঢাকার ডেমরা থেকে আসা রাইসুল ইসলাম নামের এক দর্শনার্থী বলেন, সারাদিন ঘোরাঘুরি শেষে অনেকটাই হাঁপিয়ে গিয়েছি। তাই ক্লান্তি দূর করতে বাচ্চাদের নিয়ে মিনিপার্কে চলে আসলাম। মিনিপার্কের বিভিন্ন রাইড দেখে আমাদের ক্লান্তি অনেকটাই চলে গেছে।

জাহাঙ্গীর হোসেন নামের আরেক ক্রেতা বলেন, মিনিপার্কের প্রতিটি রাইড অনেক চমৎকার। তবে মেলায় যে পরিমাণ মানুষের সমাগম ঘটে সেজন্য আরও কয়েকটি রাইড বাড়ানো হলে ভালো হয় বলে আমি মনে করি। মিনিপার্কের দায়িত্বে থাকা সালাহউদ্দিন ভুঁইয়া বলেন, অন্যান্যবারের মতো এবারও মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের চিত্র-বিনোদনের জন্য মিনিপার্কের ব্যবস্থা করা হয়েছে। এবারের মিনিপার্কে জাম্পিং, সুইমিং, সুপার বক্স, ইলেকট্রনিক বোট, ড্রাগন, হর্স রাইডিং, মিনি ট্রেন, ভুতের বাড়ি রাইড রয়েছে। প্রতিটি রাইড ১০০ টাকা করে। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষ এই মিনিপার্কে এসে আনন্দ পাচ্ছেন।

মেলার সার্বিক নিরাপত্তা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণার্থে মেলাপ্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব নিয়োজিত থাকবে। এছাড়া সার্ভিস গেট ও ভিআইপি গেটের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে।

নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া মেলার প্রবেশপথে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ার ব্রিগেড।

রাশেদুল ইসলাম রাজু/এমআরএম/জিকেএস