দেশজুড়ে

ইসলামের কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

শরীয়তপুরে ইসলাম, মুসলমান ও আল-কোরআন নিয়ে কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা পালং বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। পরে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বরাবর স্বারকলিপি প্রদান করেন।বিক্ষোভে হাফেজ মাওলানা শওকত আলীসহ বক্তারা বলেন, শুধু হিন্দু নয়, মুসলমান কোনো ব্যক্তি ইসলাম, মুসলমান ও আল- কোরআনের বিরদ্ধে কটূক্তি করলে আমরা এভাবেই প্রতিবাদ জানাতাম। সরকারের কাছে আমাদের দাবি ইসলাম ধর্ম নিয়ে কেউ কটূক্তি করলে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আর যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।উল্লেখ্য, জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে অবস্থিত জয়নগর জুনায়েত আলী উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক তপন বাড়ৈ ৫ এপ্রিল ৯ম শ্রেণির ক্লাস নেওয়ার সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ইসলাম, মুসলমান ও আল- কোরআন নিয়ে কটূক্তি করেন। এ সময় ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রধান শিক্ষকের কাছে এ বিষয়টি জানায়। এক পর্যায়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানতে পারলে তপন বাড়ৈর ক্ষিপ্ত হয়। এ সময় জাজিরা থানা পুলিশ এসে তপন বাড়ৈকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ছগির হোসেন/এফএ/পিআর