দেশজুড়ে

চুয়াডাঙ্গায় নতুন দুই ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সরেজমিনে কয়েকটি কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। চোখে পড়েছে নারী ভোটারদের দীর্ঘ লাইন।

ভোটাররা জানিয়েছেন, নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। কেউ কোনো সমস্যা সৃষ্টি করেনি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৬১৫ এবং পুরুষ ভোটার ১০ হাজার ১৬৫ জন।

অন্যদিকে, শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৫৯ ও পুরুষ ৯ হাজার ৭১০ জন।

সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা রাহুল রাহা জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

হুসাইন মালিক/এনআইবি/এমএস