সাংবাদিক রানার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এন এম নুরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবে। মামলা ও জেলের ভয় করি না। আমরা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করছি।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার বলেন, সহকর্মীর নিঃশর্ত মুক্তি দিয়ে ইউএনও এবং অ্যাসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। সেই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, দৈনিক দেশ রূপান্তর ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, জাগো নিউজ ও দৈনিক ইত্তেফাক ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, দীপ্ত টেলিভিশন প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল, দেশ বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি হারুন অর রশিদ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ-সাগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মিলন আকতার, প্রচার সম্পাদক মোতালিব সম্রাট, নির্বাহী সদস্য জুলফিকার আলী শাহ ও সাংবাদিক মুনিরুজ্জামান অনিক প্রমুখ বক্তব্য দেন।
তানভীর হাসান তানু/আরএইচ/এমএস