কারাভোগ শেষে মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
ভারতীয় ওই নাগরিকের নাম অভিষেক কুমার। তিনি ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার জারিদিহ বাজার থানার ঘনশ্যাম প্রসাদের ছেলে।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১৯ সালে রাজশাহী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন অভিষেক কুমার। এ কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ মামলা করলে অভিষেককে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা একাত্তর টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক শামসুল হুদার প্রত্যাবাসন বিষয়ক বেশকিছু সাফল্যের কথা জানতে পেরে অভিষেককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানান। সে অনুযায়ী হুদা রাজশাহী জেলখানার জেলারের সঙ্গে যোগাযোগ করে অভিষেকের বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
পরে অভিষেকের মা পুষ্পা দেবী ও বোন নিতু দেবীকে খুঁজে বের করতে সক্ষম হন তিনি। রাজশাহী জেলা কারাগারে সাজা ভোগ শেষে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।
হুসাইন মালিক/এসআর/এএসএম