তুমি না হয় অন্য কারোই থেকো
এই জীবনে তুমি না হয় অন্য কারোই থেকোপ্রথম পাওয়া ভালোবাসা আড়াল করেই রেখোমরচে ধরা দিনগুলোকে চোখের জলে ঢেকোদীর্ঘ হওয়া দীর্ঘশ্বাসে নিজেই নিজে রুখো।
এই জীবনে তুমি না হয় হলে স্বার্থপরবাঁধলে না হয় আমায় ফেলে অন্য কারো ঘরস্রোতে ভাসা নদীর মাঝে জাগিয়ে নতুন চরদুই পাড়েতেই দেখলে নাকি তুমি জীবনভর!
এই জীবনে তুমি না হয় অতীত ভুলে গেলেদুঃখের কোলে সুখ জড়িয়ে আঁধার রাত্রি পেলেরাতের বনে জোনাক আলো ক্ষণে ক্ষণে জ্বেলেনতুন করে সাজিয়ে নিয়ো পুরোনো প্রদীপ ফেলে!
এই জীবনে তুমি না হয় ভাঙলে আঁধার রাতনতুন করে ধরলে না হয় অন্য কারো হাতদেখলে না হয় তারই সাথে ঝলসে থাকা চাঁদদহন রেখে এহেন সুখে তোমার সুপ্রভাত!
****
শহর পেল প্রাণ
ফুটলে তুমি বাগান বিলাসকোন শহরের মাঝেকাজের ফাঁকে এক অবকাশমুগ্ধ তোমার সাজে!
আহারে তুমি ঠাঁয় দাঁড়িয়েকী অপূর্ব রূপঅমন রূপে মন হারিয়েবিকেল হলো চুপ!
তাই বসন্ত তোমায় ঘিরেশহর পেল প্রাণইট পাথরে আসলো ফিরেকোকিল হারা গান!
বাহারে তুমি রূপের রানি রূপ ছড়িয়ে গেলেএ অপরূপ দৃশ্যখানিআবার যেন মেলে!
****
যে বসন্তে প্রেম রেখেছি তুলে
যে বসন্তে ভালোবেসেছিলেএ বসন্তের অনেক জন্ম আগেসকল নিন্দা পায়ে ঠেলেছিলেআমার নেশায় মাতাল হয়েছিলে!
যে বসন্তে অজস্র ফুল ছিলএ বসন্তের অনেক জন্ম আগেশেষ বিকেলে কোকিল ডেকেছিলকখনো তা আর কি ফিরে এলো!
যে বসন্তে চোখের আড়াল হলেএ বসন্তের অনেক জন্ম আগেশেষ বেলাতে হাতটি ধরেছিলেদীর্ঘ পথ পেরুবার কথা দিয়েছিলে!
যে বসন্তে প্রেম রেখেছি তুলেএ বসন্তের অনেক জন্ম আগেশেষ দেখাতে তুমি বলেছিলেপার যদি আমায় যেও ভুলে!
****
যুগ পেরিয়ে
নামবে যখন তোর শহরে হিম কুয়াশাঘরের কোণে আবছা আলো হোক ধোঁয়াশা!
জড়িয়ে নিতে সুখের চাদর গভীর রাতেচুর হয়ে যায় হৃদয়খানি তোকে পেতে!
হয়তো বলি নয়তো ভুলি মনের কথাযুগ পেরিয়ে তোকে যে আর হয়নি দেখা!
কে কতটা দুঃখ পেল কে কতটা সুখগভীর রাতে কার ভেঙে যায় কষ্টে ভরা বুক!
এসইউ/এমএস