দেশজুড়ে

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ব্রজেন ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন খাগগাছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে রোববার (১৭ মার্চ) মাটিরাঙ্গা থানাধীন ৫ নম্বর বেলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অযোধ্যা পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশে তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুটি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়। আটক ব্যক্তি যামিনীছড়ার বাসিন্দা বলে জানায় পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে বিধি মোতাবেক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/এমএস