নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন অভিযোগে পাঁচটি নৌযানকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে নৌ চ্যানেলের ওপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় এমভি মোহাম্মদীয়া জাহাজকে ১০ হাজার, এমভি মুক্তি এন্টারপ্রাইজ জাহাজকে ১০ হাজার, এমভি সাদিয়া নুসরাত জাহাজকে পাঁচ হাজার, এমভি তিন মুসাফির জাহাজকে ২০ হাজার এবং এমভি জিহান আনিকা-৫ জাহাজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, নৌ পথে নৌযান চলাচলের পথ নিরাপদ রাখতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জাগো নিউজকে বলেন, চ্যানেলের ওপর সকল ধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রাখা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এমএস