শীতলক্ষ্যায় ৭ নৌযানকে ৮৩ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২০ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে রাতের বেলায় চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করাসহ নানা অভিযোগে চলাচলরত সাতটি নৌযানকে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। মোট এগারোটি নৌযান পরিদর্শনে সাতটি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি নৌযানে কোনো ক্রটি পাওয়া না যাওয়ায় সেগুলোকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা

বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্মকর্তা যুগ্ম পরিচালক মো. শহীদ উল্লাহ বলেন, সন্ধ্যার পর নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক মো. নাহিদ হোসেন, পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।