রাজনীতি

আগামী কাউন্সিলে নেতৃত্বে নতুন রক্তের সঞ্চালন হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহ্য ও প্রযুক্তি নির্ভর গঠনতন্ত্র সংশোধন করে আওয়ামী লীগেরে আগামী কাউন্সিলে  নেতৃত্বে নুতন রক্তের সঞ্চালন হবে। শুক্রবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য টাকা লেনদেনের অভিযোগ আছে সত্যতা যাচাই বাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইউপি নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, জেলা ও তৃণমূল পর্যায়ে প্রার্থী পাচ্ছে না বিএনপি। বড় দল হিসেবে সাংগঠনিক বিষয়ে তারা খুবই দুর্বল। তারা আন্দোলনে নিষ্ক্রিয় কর্মকাণ্ডে স্থবির। দীর্ঘদিন পর নির্বাচনকে সামনে রেখে ধানের শিষে প্রতীক নিয়ে মাঠে মিটিং মিছিল চালাচ্ছে। অথচ মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। বর্তমানে বিএনপি প্রেসব্রিফিংয়ের রাজনীতি করছে।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হকসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।জহিরুল হক মিলু/এসএস/আরআইপি