জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মজিনার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠককালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন।মজিনা তৃতীয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ সফলভাবে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেন এবং আশা করেন যে, শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন।রাষ্ট্রদূত তার গোটা বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বলেন, সাংস্কৃতিক ঐশ্বর্য ও সহনশীলতা এবং জনগণের উদ্ভাবনী ক্ষমতায় বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।তিনি আরও বলেন, তিনি আমেরিকার জনগণের কাছে সমৃদ্ধ বাংলাদেশের গল্প বর্ণনা অব্যাহত রাখবেন।যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে মজিনা বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্বের সম্পর্ক যেকোন সময়ের চেয়ে এখন অনেক ব্যাপক, গভীর ও শক্তিশালী এবং দিনে দিনে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। -বাসস