মেষ: কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। উপস্থিত বুদ্ধিতে শত্রুর চাল সামলে কার্যোদ্ধার। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।বৃষ: বাক্যালাপে অসতর্কতার জন্য ভুল বোঝাবুঝি। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি।মিথুন: কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে না-পারলে বড় ধরনের ক্ষতি হতে পারে। হারানো দ্রব্যার্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। বন্ধুর সমস্যা মেটাতে গিয়ে মানহানির আশঙ্কা।কর্কট: মৌলিক চিন্তাধারা ও কঠোর পরিশ্রমের বিলম্বিত স্বীকৃতি। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে জটিলতা। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে।সিংহ: অপ্রিয় সত্য কথায় পরিজন-পরিবেশ ঘোরালো হয়ে উঠতে পারে। মামলার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনা। চুরি ও প্রবঞ্চনায় ক্ষতির আশঙ্কা।কন্যা: কর্মস্থল ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। সঙ্গীতচর্চায় ব্যুত্পত্তির স্বীকৃতি মিলতে পারে।তুলা: সমাজবিরোধীদের সঙ্গে বিরোধে ক্ষতির আশঙ্কা। পড়শির দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন। বাতজ বেদনার প্রকোপ বাড়বে।বৃশ্চিক: বুদ্ধি ও কর্মকুশলতায় বৈষয়িক সমস্যার সমাধান। কর্মস্থলেও অপ্রিয় সত্য এড়িয়ে কৌশলে কার্যসিদ্ধি।ধনু: সন্তানের সঙ্গে মতবিরোধে সম্পর্কহানির আশঙ্কা। শত্রুর শক্তি জেনে সন্ধি বা লড়াইয়ের সিদ্ধান্ত নিন। হাড়ের সমস্যা ভোগাবে।মকর: কর্মস্থলে জটিলতা কাটিয়ে বাহবা পাওয়ার সম্ভাবনা। ব্যবসায় অংশীদারের চালচলনে বাড়তি নজর দরকার। টিউমার বা আলসারে ভোগান্তি।কুম্ভ: অংশীদারের সঙ্গে মনোমালিন্যে ব্যবসায় ক্ষতি বাড়বে। বিবাদবিতর্ক বা পুলিশি ঝামেলায় অকারণ হেনস্থার আশঙ্কা। সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ।মীন: ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিরোধ তুঙ্গে উঠতে পারে। অংশীদারকে বেশি বিশ্বাস করার মাসুল দিতে হতে পারে। উচ্চশিক্ষায় বাধা।