নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের ১১৬ সদস্য ক্যামেরুনের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। জানা গেছে, ক্যামেরুনের ফার নর্থ এলাকায় একটি সেনা ক্যাম্পে জঙ্গিরা বুধবার হামলা চালায়। পরে সেনাবাহিনীর পাল্টা হামলায় ওই জঙ্গিরা নিহত হন।ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে দশটায় ফার নর্থের আমচিড অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে। এ হামলায় সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করে জঙ্গিরা। পরে কয়েক শ’ যোদ্ধা আক্রমণ করে ওই সেনা ক্যাম্পে।ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দিদিয়ার ব্যাজেক জানান, সেনা সদস্যরা নিজেদের নিরাপদে সরিয়ে নিয়ে দ্রুতই পাল্টা হামলা চালায়। এতে ১১৬ জঙ্গি নিহত হয়।