দেশজুড়ে

গাজীপুরে দুই মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন, বাঁধছে যানজট

 

ঈদে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে মহাসড়কে। সোমবার দুপুরের পর গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে শ্রমিকদের স্রোত নামে মহাসড়কে। এতে যানজটের পাশাপাশি জনজটেরও সৃষ্টি হয়। যাত্রীদের পাশাপাশি সড়কে বাসের সংখ্যাও বাড়তে থাকে, বাড়তে থাকে যানজটও।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে যেসব যানবাহন টঙ্গী, গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে সেগুলো টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা, বড়বাড়ি, বোর্ডবাজার, ছয়দানা, ভোগরা বাইপাস হয়ে চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় থেমে থেমে যাত্রী নেওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। যাত্রী এবং যাত্রীবাহী গণপরিবহনের কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে জেলার শেষ প্রান্ত জৈনাবাজার এলাকার ১৫টি পয়েন্টে যাত্রী ওঠানামা করানোয় গতি হারাচ্ছে, এর ফলে যানজটের তৈরি হয়েছে। যানজট নিরসনে পুলিশের উদ্যোগ কাজে আসছে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

জয়দেবপুর চৌরাস্তা থেকে জৈনাবাজার পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ১৪টি পয়েন্টে যানজটের তৈরি হয়েছে। ঢাকা থেকে আব্দুল্লাহপুর হয়ে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় গাড়িগুলো পৌঁছে। এরপর সালনা, রাজন্দ্রেপুর, হোতাপাড়া, ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া নতুন বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, এক নম্বর সিঅ্যান্ডবি বাজার, আনসার রোড, মাওনা চৌরাস্তা, অবদার মোড়, এমসি বাজার, নয়নপুর বাজার, জৈনাবাজার এলাকায় যানজটের তৈরি হয়েছে। যানজটের কারণ হিসেবে দূরপাল্লার যানবাহনের চালক ও সহকারীরা অটোরিকশা, স্বল্প দূরত্বে চলাচল করা মিনিবাস, মহাসড়কের মোড়ে মোড়ে যাত্রীর জন্য অপেক্ষমান বাস, অটোরিকশা, ট্রাক ও পিকআপভ্যানকে দুষছেন।

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান রহমান বলেন, আমরা এক দেড় সপ্তাহ আগে পরিকল্পনা নিয়েছি মহাসড়কের ওপর যত্রতত্র কোনো গাড়ি দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না। এখন তার বাস্তবায়ন করছি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত আমাদের হাইওয়ে পুলিশ তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স আছে। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে মনিটরিং করতেছি, যেখানেই অসঙ্গতি পাওয়া যাচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে ৬০ শতাংশের বেশি পোশাক কারখানা ছুটি হয়েছে। শ্রমিকদের একটি বড় চাপ আছে, এ কারণেই গাড়ির সংখ্যা বেশি। কোথাও গাড়ি থেমে নেই, চলছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলছে, কোথাও থেমে নেই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কোনো যানজট নেই। তবে যাত্রীবাহী বাস এবং যাত্রীদের আধিক্যের কারণে বিভিন্ন স্থানে যানবাহন ধীরগতিতে চলছে। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কোন যাত্রীবাহী গণপরিবহনকে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে দিচ্ছে না। আশা করি, যানজটমুক্ত পরিবেশে এবারও ঈদে ঘরমুখো যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এমএআই/এমএএইচ/