ঈদ আনন্দে চাঁদপুর বড়স্টেশন মোলহেডের তিন নদীর মোহনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ ঘুরতে আসছেন এখানে। মূলত চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মাকে ঘিরে রয়েছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি। মনোমুগ্ধকর পরিবেশ হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোলেহেডে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা।
ঈদের দিন থেকে এখন পর্যন্ত চাঁদপুরের পর্যটনকেন্দ্র তিন নদীর মিলনস্থল মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন। বিভিন্ন মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয়েছে এক মিলনমেলা। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মুঠোফোনে বিভিন্ন রঙে-ঢঙে সেলফি তুলে আনন্দ উপভোগ করছেন। আবার কেউ স্ট্রিলবডি ট্রলারে করে মেঘনার বালুচর (মিনি কক্সবাজার) ঘুরতে যাচ্ছেন।
আরও পড়ুন
তিস্তা ব্যারাজে লাখো দর্শনার্থীর ঢলঢাকা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ‘ঈদের দিনটি ঢাকায় কাটিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশনের কথা শুনেছিলাম, তাই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। বাস্তবে এই জায়গাটি আসলেই অনেক সুন্দর। আমার স্ত্রী ও ছেলে এখানে এসে অনেক আনন্দিত।’
লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা মিশকাত বলেন, ‘ঈদের দিনগুলো অন্যদিনের থেকে একটু বিশেষ। তাই স্বামীকে সঙ্গে নিয়ে মোলহেডে ঘুরতে এসেছি। যদিও এখানে মানুষের অনেক ভিড় ছিল কিন্তু তার মধ্য থেকেও এখানে ঘুরতে পেরে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে নৌকায় ঘুরে বেশ আনন্দ পেয়েছি আমরা।’
চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘চাঁদপুরে বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনায় মানুষের সমাগম সবচেয়ে বেশি। এসব পর্যটনকেন্দ্রে মানুষের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ প্রদান করা হয়েছে। কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হন, সেই বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।’
আরও পড়ুন
ঈদের ছুটিতে রাজধানীর আশপাশেই ঘুরুন ১০ স্পটে ঈদের ছুটিতে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন নিলাদ্রী লেকেএমএসআই/কেএসকে/জেআইএম