দেশজুড়ে

দাবদাহে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

তীব্র দাবদাহে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিনে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন মানুষ। এছাড়াও ঠান্ডা, শ্বাসকষ্টসহ অন্য রোগীর সংখ্যাও বেড়েছে।

Advertisement

নীলফামারী জেনারেল হাসপাতালে ছয় মাসের শিশুকে নিয়ে আসা বিলকিছ বেগম বলেন, গরমে আমার সন্তানের ডায়রিয়া হয়েছে। তাই দুদিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাচ্ছি। হাসপাতালে রোগীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় অনেকে মেঝেতে অবস্থান করছেন।

রিকশাচালক কুদ্দুস আলী বলেন, এতো গরমে রিকশা চালাতে খুব কষ্ট হয়। মাঝে মাঝে গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে আবার চালাই। অনেক খরচ, তাই বসেও থাকতে পারি না।

জেলা আবহাওয়া অফিসের অফিস ইনচার্জ লোকমান হোসেন বলেন, অন্য বছরের তুলনায় এবার এপ্রিল মাসে গরমের প্রভাব বেশি। তবে রাতের তাপমাত্রা অনেকটা স্বাভাবিক। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ভাপসা গরমে অনেক কষ্ট পাচ্ছে মানুষ।

Advertisement

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়ার স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌসি জাগো নিউজকে বলেন, ডায়রিয়া ওয়ার্ডে ১৬টি বেড রয়েছে। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছেন। এখান থেকে প্রতিদিন ৩০ জনের বেশি শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে।

হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল জাগো নিউজকে বলেন, শিশুদের বেশি বেশি করে পানি পান করাতে হবে। বাড়ির বাইরে কারণ ছাড়া না নেওয়া ভালো। তরল খাবার বেশি করে খেতে হবে।

ইব্রাহিম সুজন/আরএইচ/এমএস

Advertisement