নেত্রকোনার মোহনগঞ্জের ৭ ইউপির ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে উপজেলা নিবার্চন অফিস। এর মধ্যে ২৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ২৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এই উপজেলার মোট ভোটার ৯৭,৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ৪৯,৪৩৫ এবং নারী ৪৮,৩৫২ জন। আগামী ২৩ এপ্রিল উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭জনকে তাদের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে পরিষদের চেয়াম্যান নিবার্চন করবেন।মোহনগঞ্জ উপজেলা নিবার্চন অফিসার সজল চন্দ্র সরকার জাগো নিউজকে জানান, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, ভোটের দিন ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন।কামাল হোসাইন/এসএস/পিআর